Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।  বৃহস্পতিবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার বিরামহীন এ তাপপ্রবাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার জেলার উপর দিয়ে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা ৩টায় জেলার বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এতে গরমের অনুভূতি তীব্র হয়েছে। আগামী কয়েকদিন এ অবস্থা বিরাজ করতে পারে বলে তিনি জানান।

Exit mobile version