এক সময় আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার যারা পছন্দ করেনি বলে দল থেকে বেড়িয়ে গেছে তারাও বিএনপিতে যুক্ত হতে পারবেন।
অনলাইন ডেস্ক :
এক সময় আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার যারা পছন্দ করেনি বলে দল থেকে বেড়িয়ে গেছে তারাও বিএনপিতে যুক্ত হতে পারবেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, দলের প্রাথমিক সদস্য সংগ্রহও করা হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদি দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি।
তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে, তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই।
তিনি আরো বলেন, আমাদের চিন্তা হলো, সমাজের ফ্রেশ মানুষ। একজন ভদ্রলোক হয়ত রিটায়ার্ড করেছেন। তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন গভার্মেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মী-কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন, এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই। তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা।
আমরা প্রাথমিক সদস্যের জন্য যে রশিদ দেই, ২০ টাকার। সেটা দিয়ে ফরম পুরণ করতে হবে। এর সাথে এবার একটা অঙ্গীকারনামা থাকবে। এবার যারা সদস্য হবেন তাদেরকে এই ফরমটা পূরণ করতে হবে। পরে সেসব ফরম যাচাই-বাছাই করা হবে। কারণ দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে। তারা তো নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.