প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ১২:১৬ এ.এম
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় হালুয়াঘাট সীমান্তে আটক ১ নারী
ডিপি ডেস্ক :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ মে) দুপুরে তাকে আটক করা হয়। রাতে তাকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করেন বান্দরকাটা বিওপির সদস্যরা।আটক ওই নারীর নাম নাহিদা সুলতানা (৩৫)।
তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মোকাদ্দেস শেখের মেয়ে।বান্দরকাটা বিওপির ক্যাম্প কমান্ডার মো. মসিউল আলম জানান, সোমবার দুপুরে ওই নারী বান্দরকাটা ক্যাম্প এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে। পরে তার বিষয়ে তথ্য নিয়ে জানা যায়, চলতি মাসের ৫ মে ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী মুন্সিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি।
এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত থেকে জামিনে এসে আবারও হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, বর্তমানে ওই নারী থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.