Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গুগল প্লে মিউজিক আর থাকছে না

অনলাইন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই অবহেলিত অবস্থায় গুগল প্লে মিউজিক থাকায় এটা বন্ধ করে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার এর জোড়ালো প্রমাণ পাওয়া গেল।

ইউটিউব অফিসিয়াল ব্লগের ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড নাইন ও টেনসহ ভবিষ্যতের সকল পিক্সেল স্মার্টফোনে প্রি-ইনস্টল অ্যাপ হিসেবে ‘গুগল প্লে মিউজিক’ এর বদলে ‘ইউটিউব মিউজিক’ থাকবে।

অন্য দিকে, গুগল প্লে মিউজিকের সর্বশেষ আপডেটে কিছু ফিচার সরিয়ে নিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নতুন স্মার্টফোনগুলোতে যেহতু প্রি-ইনস্টল হিসেবে গুগল প্লে মিউজিক থাকবে না, তাই তারা সেবাটি ব্যবহারের জন্য নতুন করে গ্রাহকদের আর উৎসাহিত করবে না।

তবে এতে গুগল প্লে মিউজিক ব্যবহারকারীরা হতাশ হবেন না। আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত অ্যপটি স্বাভাবিকভাবে ব্যবহার করা ও ডাউনলোড করা যাবে।

Exit mobile version