রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। নানা অনিয়মের অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের রন্ধনশালাসহ বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় দুদক।
অভিযানে রোগীদের খাবারের পরিমাণ কম, নিম্নমানের খাবারসহ বেশ কয়েকজন ডাক্তারের অনুপস্থিতি পেয়েছেন বলে সাংবাদিকদের জানান দুদকের প্রতিনিধি দল।
দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সরদার আবুল বাসার বলেন, রাজবাড়ী ১০০ শয্যার হাসপাতালে ৮০ জন রোগী ভর্তি ছিলেন। তাদের জন্য বরাদ্দ ছিল ২২ কেজি ২০০ গ্রাম মুরগীর মাংস। সেখানে আমরা ১৫ কেজি ২০০ গ্রাম মাংশ পেয়েছি। প্রত্যেক রোগীতে ৩৫০ গ্রাম করে দুই বেলা দুধ দেওয়ার কথা ছিল। কিন্তু রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি এই হাসপাতালে কোনদিন দুধ দেওয়া হয় না।
এছাড়া হাসপাতালের ঔষধ ও লিলেন ধোলাইকরণের টেন্ডার প্রক্রিয়ার কাগজপত্র যাচাই-বাছাই করতে চেয়েছিলাম। হাসপাতালের হিসাবরক্ষক ছুটিতে থাকায় আমরা রেকর্ড দেখতে পাইনি।
তিনি আরও বলেন, হাসপাতালের এনালগ হাজিরা খাতায় ৩২ জিন চিকিৎসকের নাম রয়েছে। এখানে ১৭ জনকে উপস্থিত পেয়েছি। আমরা এসব অনিয়মের বিষয়ে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবো।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. জিয়াউল হাসান বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন। তারা আমাদের কাছে বেশ কিছু কাগজপত্র চেয়েছেন।শনিবারের মধ্যে আমরা সেগুলো কমিশনে পাঠিয়ে দিবো।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে দুদক। সেই অভিযানে খাবারের নিম্নমান, রোগীদের খাবার কম দেওয়ার সত্যতা পেয়েছিলেন দুদকের প্রতিনিধি দল।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.