ডিপি ডেস্ক :
রংপুর নগরীর বেতপট্টি এলাকা থেকে অভিনব কায়দায় দিন-দুপুরে এক স্বর্ণের দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে চম্পট দিয়েছেন পাঁচ নারী। লক্ষ্মী জুয়েলার্স নামের ওই দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে স্বর্ণ নিয়ে যায় তারা। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। আজ বুধবার দুপুরের দিকে এই স্বর্ণ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও দোকানের মালিক সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন এবং তিনজন করে দুটি গ্রুপে পাঁচজন নারী ওই দোকানে প্রবেশ করেন। প্রবেশ করার পর গহনা দেখার নামে তারা সময়ক্ষেপণ করতে থাকেন এবং কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখার চেষ্টা করেন। কয়েকবার তারা গহনা ওয়াশের জন্য বাইরে পাঠান। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে এক কর্মচারীকে গহনা ওয়াশের নামে বাইরে পাঠিয়ে দোকানে থাকা একজনজনকে ব্যস্ত রাখেন তারা। সেই সুযোগে তারা ক্যাশের পাশ থেকে কৌশলে স্বর্ণের স্টক বক্স নিয়ে যান। বিষয়টি বিকাল ৩টার দিকে টের পান দোকানের মালিক। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পান তিনি।
লক্ষ্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী অনিন্দ বসাক জানান, একদল প্রতারক নারী দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। যেখানে একশ’র বেশি ভরি স্বর্ণ ছিল। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। সেগুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা দরকার।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণ ব্যবসায়ীরা অনিরাপদ। আমাদের এই ব্যবসায় নিরাপত্তা দরকার। নিরাপত্তা ধাকলে খুব সহজে এরকম ঘটনা ঘটবে না। নগরীতে পর্যাপ্ত সিসি ক্যামেরা দরকার।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয় সেখানে। একজন অফিসার বিষয়টি দেখছেন। নগরীর অন্যান্য সিসি ক্যামেরা চেক করে চোর চক্রকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.