Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

প্রতিদ্বন্দ্বী আসছে ইউটিউবের

অনলাইন ডেস্ক : ভিডিও স্ট্রিমিং দুনিয়ায় ইউটিউবের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে রাশিয়া। এটি আনার ঘোষণা দিয়েছে ইন্টারনেট জায়ান্ট ইয়ানডেক্স।

এক প্রতিবেদনে জানা যায়, বর্তমানে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা ফেসবুক ও ইউটিউবের পথেই ইয়ানডেক্স এগিয়ে নিয়ে যাচ্ছে চীনের বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের অনলাইন ভিডিও সেবা টোটিয়াও।

পরীক্ষামূলক অবস্থায় ব্লগাররা ১৫ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারেন। নানা রকম কনটেন্ট দিয়ে পূর্ণ ওয়েবসাইটটির ব্যবহারকারী ১ কোটি ১০ লাখেরও বেশি এবং প্রতিদিনের ২ কোটিরও বেশি ভিউ হচ্ছে কনটেন্টগুলো।

সূত্রমতে জানা যায়, বর্তমানে রাশিয়ার প্রায় অর্ধেক জনগণই ইয়ানডেক্সের সার্চ ইঞ্জিন ব্যবহার করছে এবং গত বছরে এর দর্শক সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে।

সম্প্রতি সেরা সাইটগুলো অনুসন্ধান করতে গিয়ে ডিলয়েট ৩য় অবস্থানে ইয়ানডেক্স জেনের নাম প্রকাশ করে। রাশিয়ার বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক ভিনটাক ২য় অবস্থানে এবং ইউটিউব ১ম স্থানে রয়েছে।

Exit mobile version