গণমাধ্যমে হস্তক্ষেপ করা হচ্ছে না : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
S K
অনলাইন ডেস্ক :
দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তথ্য উপদেষ্টা এ কথা জানান। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে।
সাক্ষাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষাসংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে এবং সেগুলো গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি কয়েকটি প্রকাশনা তৈরি করা হয়েছে।
তিনি জানান, আগামী ৫ আগস্ট উদযাপন উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হবে।