Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিপি ডেস্ক :

 

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সাড়ে ৩ বছর বয়সি শিশুদের নাম জিহাদ হোসেন ও নাজিম হোসেন। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

তাদের মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বাঞ্চানগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। 

পরিবার সূত্র জানায়, ঘটনার আগমুহুর্তে নাজিম ও জিহাদ উঠানে খেলা করছিল।

সবার অগোচরেই তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। তাদেরকে উঠানে না দেখে সবাই খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও পাচ্ছিল না। একপর্যায়ে দুইজনের মরদেহ পানিতে ভেসে উঠে।
তাৎক্ষণিক উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  

শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদের বয়স একই। তারা একসাথে খেলাধুলা করছিল। এরমধ্যেই তারা পানিতে ডুবে মারা গেছে।

তাদের মায়ের কান্না কোনভাবেই থামানো যাচ্ছে না।  

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে। পরে তাদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। খোঁজ নেওয়া হবে।

Exit mobile version