বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ডিপি ডেস্ক :
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বাঞ্চানগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে।
পরিবার সূত্র জানায়, ঘটনার আগমুহুর্তে নাজিম ও জিহাদ উঠানে খেলা করছিল।
শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদের বয়স একই। তারা একসাথে খেলাধুলা করছিল। এরমধ্যেই তারা পানিতে ডুবে মারা গেছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে। পরে তাদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। খোঁজ নেওয়া হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.