ডিপি ডেক্স :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক কিশোরীকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার রানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভোক্তভোগী কিশোরী।
এ ঘটনায় শনিবার সকালে ওই কিশোরী বাদী হয়ে তাড়াশ থানায় ৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযোগের পর রফিকুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত রফিকুল ইসলাম বগুড়া জেলার শেরপুর উপজেলার বেওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ভোক্তভোগী কিশোরী নিজেকে একজন সংস্কৃতি কর্মী দাবি করেছেন। তিনি জানান, মেলা ও সার্কাসে নৃত্য করেন তিনি। পূর্বপরিচিত হওয়ায় তাড়াশ উপজেলার রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী কফিল উদ্দিন তাকে ডেকে এনেছিল।
এরপর শুক্রবার রাত ১০ থেকে ১২টা পর্যন্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করলে রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ভোক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে পুলিশের হেফাজতে থাকা রফিকুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ওই কিশোরী একজন যৌনকর্মী।
টাকার বিনিময়ে তাকে তাড়াশে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সে এখন থানায় মিথ্যা অভিযোগ করেছ।

