প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উপলক্ষে যবিপ্রবি ছাত্রলীগের গাছের চারা বিতরণ

এবিএস রনি, যশোর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা “মাদার অব হিউম্যানিটি” খ্যাত দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৭৩টি গাছের চারা বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জন্মদিনে কেককাটা, চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দো’আ মাহফিল, এতিম বাচ্চাদের খাওয়ানো এবং আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে ৭৩ টি বৃক্ষ রোপণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে একাত্মতা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নানা কর্মসূচি হাতে নেয় যবিপ্রবি ছাত্রলীগ।

বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত প্রক্টর অধ্যাপক ডঃ শেখ মিজানুর রহমান বলেন, “৭৩টি গাছ ৭৩টি মানুষের অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে।“
উক্ত বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক ডঃ শেখ মিজানুর রহমান, শহিদ মসিয়ুর রহমান হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ডঃ ইঞ্জি: মোঃ আমজাদ হোসেন, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ডঃ সেলিনা আক্তার, শহিদ মসিয়ুর রহমান হলের সহকারী প্রভোস্ট প্রভাষক আল ওয়ালীদ , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডঃ মোঃ মেহেদী হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের সভাপতি শিলা আক্তার, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস রহিত, একই বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ টনি, ছাত্রলীগ কর্মী কামরুল হাসান শিহাব সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *