Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে গাজী ফিলিং স্টেশনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত সুরুজ আহমেদ উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া কলেজ মোড় এলাকার উজ্জ্বল ফার্মেসিতে চাকরি করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুরুজ আহমেদ কুমারখালী থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে আসার পথে একই দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করতে গেলে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় ওই ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুরুজ। 

কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  ট্রাক্টর জব্দ করা হয়েছে।

Exit mobile version