
অনলাইন ডেস্ক :
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও শিরোনামে। সৌদি ক্লাব আল নাসরের হয়ে হতাশাজনক মৌসুমের পর এবার শোনা যাচ্ছে, ব্রাজিলের এক ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন এই পর্তুগিজ মহাতারকা।
২০২৪–২৫ মৌসুমটি রোনালদোর জন্য মোটেই সুখকর ছিল না। আল নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে এবং মৌসুম শেষ করেছে ট্রফি ছাড়াই। আল ইত্তিহাদের কাছে হারের পর মাঠ ছাড়ার সময় রোনালদোর ক্ষোভপূর্ণ আচরণও গণমাধ্যমে আলোচিত হয়। যদিও ক্লাবটি কিছু নতুন খেলোয়াড় সই করিয়েছে, তবুও দলে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। ফলে রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা ক্রমেই কমে আসছে।
এদিকে, সৌদি আরবের ফুটবল ক্লাবগুলো এখন বেসরকারি মালিকানার অধীনে চলে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে তাৎক্ষণিক সাফল্যের দাবি উঠেছে, যা বড় তারকাদের উপর চাপ আরও বাড়িয়েছে।
এই অস্থির পরিস্থিতির মধ্যেই ব্রাজিল থেকে রোনালদোর জন্য একটি আকর্ষণীয় প্রস্তাব এসেছে। শুরুতে যা অনিশ্চিত শোনালেও, এখন তা 'ব্লকবাস্টার ডিল'-এ রূপ নিয়েছে বলে জানা গেছে। বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় একটি ব্রাজিলিয়ান ক্লাব তাকে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে।
রোনালদো যদি প্রস্তাবটি গ্রহণ করেন, তবে এটি হতে পারে তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা। ৪০ বছর বয়সেও তিনি এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বাজারজাতযোগ্য খেলোয়াড়দের একজন। যদিও সৌদিতে তার জীবনযাপন ছিল স্বাচ্ছন্দ্যময়, তবে দলগত ব্যর্থতা ও অসন্তোষ তাকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিতে পারে।সূত্র: বিন স্পোর্টস
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.