অনলাইন ডেস্ক :
বিদেশ ভ্রমণের জন্য ব্যাংকের মাধ্যমে বৈধভাবে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা কিনতে গিয়ে অতিরিক্ত চার্জ গুনতে হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ আমলে নিয়ে এখন কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক গ্রাহকের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে সর্বোচ্চ ৩০০ টাকার বেশি ফি নিতে পারবে না। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ বা অন্য কোনো নামেও অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তফসিলভুক্ত অনেক ব্যাংক পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের সময় ৩০০ টাকার বাইরে অতিরিক্ত সার্ভিস চার্জ বা কমিশন নিচ্ছে, যা গ্রাহকদের জন্য বাড়তি বোঝা তৈরি করছে।
এ ধরনের অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক মনে করে, দেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। ফলে বৈধ পথে বৈদেশিক মুদ্রা কেনার প্রতি জনসাধারণের আগ্রহ বাড়বে এবং হুন্ডি বা অবৈধ পথে মুদ্রা লেনদেনের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.