
ডিপি ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকারসহ মালামাল লুট হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গনেশ লোধ।
শনিবার গভীর রাতে ফরিদগঞ্জ সমবায়(বিআরডিবি) কার্যালয়ের রাস্তার বিপরীত পাশে কেচিগেট কেটে ও সিসি ক্যামেরা ভেঙে শ্রী গুরু জুয়েলার্সে ডাকাতি করা হয়। এতে বেশ কয়েক ভরি স্বর্ণালংকারসহ মালামালের ক্ষয়ক্ষতি হয়। আমরা মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।
ভুক্তভোগী বিশ্বজিত দাস বলেন, ডাকাতদল আমার সব শেষ করে দিয়েছে। আমি এবং আমার বাবা দীলিপ নিঃশ্ব হয়ে গেলাম। ওরা সব মুখোশ পরিহিত ছিল। আমি প্রশাসনের কাছে বিচার চাই।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার বলেন, কয়েক দিন পরপর জুয়েলার্স ব্যবসায়ীদের টার্গেট করে এমন ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত। একটা বাজারের মধ্যে ঢুকে ভরি ভরি স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় কোন বিশেষ চক্র জড়িত কিনা? তা প্রশাসনকেই খুঁজে বের করতে হবে। আমরা কেন্দ্রে বিষয়টি জানিয়েছি। অবিলম্বে এ ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। ভুক্তভোগীকে থানায় মামলা দায়ের করতে বলেছি। আমরা ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পরবর্তী কার্যক্রম শুরু করব।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.