তবে এখনই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন উপকূলের ওপর দিয়ে অতিক্রম করবে, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
অনলাইন ডেস্ক :
তবে এখনই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন উপকূলের ওপর দিয়ে অতিক্রম করবে, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে—এই বিষয়ে বিশ্বের প্রধান প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো একমত।
ফেসবুক পোস্টে পলাশ বলেন, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পূর্বেই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে, যার নাম হবে শক্তি (Shakhti)।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হবে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য শঙ্কার কোনো কারণ হবে না বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা মনে করছেন, প্রতিবছর বর্ষার আগে একটি নিয়মিত ঘটনা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.