Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৪ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

অনলাইন ডেস্ক :

 

আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বর্ষণ এবং শেরপুর জেলায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের ফলে এসব এলাকার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।

ইতোমধ্যে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় এই নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেখানে গতরাতে ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে।

পাউবো জানিয়েছে, আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি উজানে ভারী বর্ষণ চলায় নদীগুলোর পানি আবারও বাড়তে শুরু করেছে।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ‘আবহাওয়া ডট কম’-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে। এতে করে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার নদ-নদীগুলোয় পানি হঠাৎ বেড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে একটানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্রের ভিত্তিতে আবহাওয়াবিদ পলাশ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একের পর এক বজ্রসহ বৃষ্টির প্রবল প্রবাহ উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অতিক্রম করছে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে।

সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই তিন বিভাগের জেলাগুলোতে প্রবল বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version