
ডিপি ডেস্ক :
ঝিনাইদহে শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফজলুর রহমান ওই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মাঠ থেকে ঘাস কেটে বাড়িতে ফেরেন ফজলুর রহমান। এরপর বিশ্রামের উদ্দেশ্যে বাড়ির সেচ পাম্প ঘরে যান। পাম্প ঘরের দেওয়ালে হেলান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক ডা. শাহনেওয়াজ হোসেন জানান, দুপুর ২টার দিকে ফজলুর রহমানের স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষায় দেখা যায়, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। মরদেহে কাঁধের নিচে পোড়ার চিহ্ন পাওয়া গেছে।
শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.