ডিপি ডেস্ক :
বরিশালে গৃহবধূকে ধর্ষণ ও জখমের অপরাধে তার চাচাতো দুই দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সরুপ আলি গাজীর ছেলে সোহাগ গাজী (৩৩) ও একই বাড়ির মৃত সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী (৩৫)। রায় ঘোষণার সময় স্বপন গাজী পলাতক ছিলেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১২ সালের ১০ সেপ্টেম্বর রাতে গৃহবধূ সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে সোহাগ ও স্বপন গাজী সেই ঘরের জানালা খুলে প্রবেশ করেন। পরে খাটের সাথে হাত, পা বেঁধে ও মুখে শাগির আঁচল গুঁজে দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে তারা। এরপর যাওয়ার সময় গৃহবধূকে চাকু দিয়ে কুপিয়ে জখম করেন।
এ ঘটনায় দুইজনকে আসামি করে সেই বছরের ২৭ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। বাকেরগঞ্জ থানার সারসী তদন্ত কেন্দ্রের এসআই সালাম মোল্লা ২০১৩ সালের ১৩ মে দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। ১৩ জনের সাক্ষ্য নিয়ে রায় দিলেন বিচারক।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.