সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করল আইএসপিআর

অনলাইন ডেস্ক :

 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর। 

 

সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাঁচজন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার-পরিজনসহ (স্ত্রী ও শিশু) মোট ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। 

 

আইএসপিআর জানায়, আশ্রয়গ্রহণকারীদের বেশির ভাগই দু-এক দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে ৫ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ/ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আইএসপিআর আরো জানায়, সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয়প্রার্থীদের ব্যাপারে গত ১৮ আগস্টে আইএসপিআরের আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিনে ১৯৩ জন ব্যক্তির একটি তালিকা (৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য ছাড়া) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসে আশ্রয়প্রার্থী এসব ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল।

সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা দেখুন

 

dp1

dp2

dp3

dp4

dp5

dp6

dp7

dp8

dp9

dp10

dp11

dp12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *