আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেফতারের ক্ষমতা

অনলাইন ডেস্ক :

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে আসামি গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেফতারি ক্ষমতা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া আরও কার্যকর হবে।

এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে বা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে।

এদিকে, দেশের আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *