প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:১৫ এ.এম
ঝিনাইদহের মহেশপুরে ১১৯ কোটি ৬৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
ডিপি ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে উদ্ধারকৃত ১১৯ কোটি ৬৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বৃহস্পতিবার (২২ মে) সকালে মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সরকারি কর্মকর্তা জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।
সকলের উপস্থিতিতে ১১৯ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ১২ ধরনের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এর মধ্যে রয়েছে—২৫ হাজার ৮১৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল মদ, ১৩০ কেজি গাঁজা ৬৫ হাজার ১৭৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেজি হেরোইন, ক্রিস্টার ম্যাথ আইস ৭ কেজি, ৭৯ কেজি কোকেন, এলএলডি ২৯ বোতল, ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ট্যাপেন্টাল ট্যাবলেট ৩০ হাজার ৭০ পিস, ভারতীয় ওষুধ ৯ হাজার ৮৪৫ পিস ও বাংলাদেশি ওষুধ ৯ হাজার ৯৬০ পিস।
মহেশপুর ৫৮ বিজেপির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই ১৫ মাসে মহেশপুর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.