খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসা উপজেলার গনেশপুর এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার পলাতক আসামি মো. আলাউদ্দিন মন্ডল (৭০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুর দেড়টার দিকে খোকসা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে নিজ গ্রাম গনেশপুর থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন মন্ডল ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সদস্য। তিনি মৃত আজাহার উদ্দিন মন্ডলের ছেলে ও গনেশপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ‘ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আলাউদ্দিন মন্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এরআগে খোকসা থানায় ৯ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৫/৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.