Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় মিছিলের প্রস্ততির সময় আটক ৬ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ মে) বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আমরা তাদের আটক করে থানায় এনেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version