Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অভিযানিক একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা সহ ১ মাদক কারবারী কে আটক করেছে।

 

গতকাল বৃহস্পতিবার ২২ মে সকাল ১০ টার দিকে ডিবির ওসি মুরাদ হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার আভিযানিক দল বিশেষ এক অভিযান ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত আসামী হলো পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ভাগজোত তালতলা হাট এলাকার মৃত রুবেলের পূত্র ছোটন (১৯)। এ সংক্রান্তে ভেড়ামারা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানিয়েছেন, ছোটন নামের এক মাদক কারবারি কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।

 

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান স্যারের নির্দেশে জেলা ব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version