ডিপি ডেক্স :
যশোরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। আহত হয়েছে তারই সাথে থাকা রাকিবুল ইসলাম শুভ (১৮) নামে আরেক যুবক। রবিবার (২৫ মে) বেলা দেড়টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলায় হর্টিকালচার সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে যশোর কোতোয়ালি থানার এসআই পায়েল কুণ্ডু জানান, বেলা দেড়টার দিকে আসিফ ও শুভ মোটরসাইকেলযোগে ঝিনাইদহের দিকে যাচ্ছিল।
খয়েরতলা এলাকায় হর্টিকালচার সেন্টারের সামনে তারা একইদিকে যাওয়া একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনের চাকার নিচে পড়ে যায়। আসিফের মাথা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে আরোহী শুভ সামান্য আহত হন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুবায়ের আহমেদ জানান, আহত রাকিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো।
নিহত আসিফ যশোর সদরের ঝাউদিয়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি শহরের পালবাড়ি মোড়ে জেডিএমসি নামে বেসরকারি পলিটেকনিক কলেজের কম্পিউটার বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র বলে জানিয়েছেন নিহতের পরিবার।
আহত রাকিবুল ইসলাম একই এলাকার শামিম হোসেনের ছেলে। তিনি ঢাকার গাজীপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

