Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সম্পাদক খন্দকার টিপু সুলতান

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

 

সম্মেলনের প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে ভোটাধিকার হরণ করে স্বৈরাচারী শাসন কায়েম করা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে কারাবরণ করেছেন। তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর দোহায় দিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা, যার জানাজায় লাখো মানুষের উপস্থিতিই তার প্রমাণ। তিনি অভিযোগ করেন, সরকারবিরোধী কণ্ঠরোধে নানা ষড়যন্ত্র চলছে, এসব প্রতিহত করতে দলীয় ঐক্য দরকার।
সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম হারছেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

তিনি জানান, দলের ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সুলতানপুর মাদরাসায় সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৯২৩ ভোটারের মধ্যে ৮৭০ জন ভোট প্রদান করেন। এতে ৪৬১ ভোট পেয়ে খন্দকার টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী রহমত আলী রব্বান পান ৩৯৭ ভোট।

পরবর্তীতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মিরপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। আশরাফুজ্জামান শাহীন সভাপতি, খন্দকার ওমর ফারুক কুদ্দুস সিনিয়র সহ-সভাপতি, আবজাল হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এনামুল হক বাবু সাংগঠনিক সম্পাদক এবং নির্বাচিত খন্দকার টিপু সুলতান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Exit mobile version