
অনলাইন ডেস্ক :
৬ টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ তথ্য জানান তিনি।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
তবে ব্যাংকগুলোকে স্থায়ীভাবে সরকারিকরণ করা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
তিনি বলেন, এগুলো দিয়ে আমরা একটা নতুন ব্যাংক করব। বাংলাদেশ ব্যাংক তো ইতিমধ্যে তাদের লিকুইডিটি সাপোর্ট (তারল্য সহায়তা) দিয়ে বাঁচিয়ে রেখেছে। তো রিঅর্গানাইজেশনের (পুর্নগঠন) সময়টাতে আমরা এটার মালিকানা রাখব।’তিনি আরো বলেন, ‘এটা একটা সাময়িক ব্যবস্থা।
পরে সেটাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে নতুন স্ট্রাটেজিক ইনভেস্টরদের (কৌশলগত বিনিয়োগকারীদের) হাতে। এতে ব্যাংকগুলোর গ্রাহকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন গভর্নর। বিনিয়োগকারী যারাই নিবেন তারা এটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন...আমরা চাই প্রত্যেকটা গ্রাহক তাদের টাকা পাবে। তাদের কোনো লস (ক্ষতি) হবে না।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.