
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাঁর সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
কালিশংকরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি বাড়ি ভাড়া নেন দুই যুবক। ওই বাসার নিচতলায় তাঁরা থাকতেন। হঠাৎ ভোররাতে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছেন। এর কিছুক্ষণ পর কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
ওই বাড়িতে কয়েকজন শিক্ষার্থী মেসে থাকেন। তাঁদের মধ্যে একজন বলেন, সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনাসদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তোলেন। সেনাসদস্যদের একজন বলেন, অভিযানে সুব্রত বাইনকে আটক করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.