Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা নোয়াবের

অনলাইন ডেস্ক :

ঈদুল আজহায় সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

গতকাল মঙ্গলবার (২৭ মে) সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ থেকে ৯ জুন পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ৬ থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।’

এর আগে ঈদে সাংবাদিকদের ছুটি তিনদিনের বদলে পাঁচ দিন করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। ঈদুল ফিতরে একই দাবি জানানো হলেও তিন দিনের ছুটি ঘোষণা করেছিল নোয়াব।

Exit mobile version