
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৮ মে) এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাজুস। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ও দেশের অন্যান্য সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা রিপনুল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন।
তাঁরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জানা গেছে, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজারে অবস্থিত নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.