Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঈদের আগে ৪ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পশুর হাটসংলগ্ন ব্যাংক

অনলাইন ডেস্ক :

 

কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটে লেনদেন নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখাগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত কোরবানির পশুর হাটে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতা সমাগম ঘটবে এবং বিশাল পরিমাণ নগদ অর্থ লেনদেন হবে। ফলে, এসব স্থানে ব্যাংকিং লেনদেন চালু রাখা অত্যন্ত জরুরি।

ঢাকা উত্তরের নির্ধারিত পশুর হাট

ঢাকা দক্ষিণের নির্ধারিত পশুর হাট

চট্টগ্রামের নির্ধারিত হাট

এই সব হাটসংলগ্ন ব্যাংক শাখা বা উপশাখাগুলো স্বীয় বিবেচনায় নির্বাচন করে নির্ধারিত সময় পর্যন্ত খোলা রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে অস্থায়ী বুথ স্থাপন, অর্থ জমা-উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

এছাড়া, অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য চলতি বছর পবিত্র ঈদুল আজহা ৭ জুন (শনিবার) উদ্‌যাপিত হবে।

Exit mobile version