Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ডিপি ডেস্ক :

 

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সরিষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শ্যামকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সরকারি পদ্মপুকুর ডিগ্রী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পদ্মপুকুর ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি জড়িত ছিল বলে স্বজনেরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথিমধ্যে সরিষাঘাটা এলাকায় পৌঁছানো মাত্রই একটি ইঞ্জিনচালিত লাটা হাম্বাটিকে ওভারটেক করতে যায়। সে সময় লাটা হাম্বারের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় সাইদুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Exit mobile version