
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ।
বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে পৌর চত্বরে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য হাফিজুর রহমান লালু, অ্যাডভোকেট হাফিজুর রহমান, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি এবং রাসেল পারভেজ।
আলোচনায় অ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া পৌরসভা দেশের অন্যতম প্রাচীন পৌরসভা, যার বয়স দেড়শ বছরেরও বেশি। এটি 'ক' শ্রেণির পৌরসভা। দেশের অনেক ‘ক’ শ্রেণির পৌরসভা ইতোমধ্যে সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে, অথচ কুষ্টিয়া এখনও সেই স্বীকৃতি পায়নি।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে ৮টি শর্ত পূরণের কথা বলা হয়েছে, যার সবগুলোই কুষ্টিয়া পৌরসভা পূরণ করে। এখানে রয়েছে মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিল্প-কারখানা, যেমন কুষ্টিয়া চিনিকল ও বিআরবি গ্রুপ, সেতু ও অবকাঠামো সুবিধা এবং প্রায় ৩৯ হাজার হোল্ডিংসহ ৪৩ বর্গকিলোমিটার আয়তন।”
তিনি বলেন, “আমরা কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
মানববন্ধনে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্যবৃন্দ, সমাজসেবী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে পৌর নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য পৌর চত্বরে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.