ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত পাকা দোকান ও বসতঘর বুলডোজার দিয়ে উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভেড়ামারা কোচ স্ট্যান্ডের সামনে ও রেলস্টেশনের উত্তর পাশে অবস্থিত এসব স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রেললাইনের পাশে রেলওয়ের জমিতে দোকানপাট ও বসতঘর নির্মাণ করে ব্যবসা ও বসবাস করছিলেন স্থানীয়রা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই এবং রেলওয়ের সৌন্দর্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এর আগে একাধিকবার দোকান মালিকদের লিজ বাতিল করে নোটিশ প্রদান ও মাইকিং করে সর্তক করা হয়েছিল। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বাধ্য হয়ে বৃহস্পতিবার সরাসরি অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ের পাকশি ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ভেড়ামারা রেলস্টেশনের সামনে প্রায় ৩ হাজার ফুট জায়গা সম্প্রসারণের কাজ চলছে। রেললাইনের দুই পাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের কাজ শুরু হয়েছে। যাত্রী ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, রেলওয়ের ফিল্ড কানুনগো রাজিবুজ্জামান, ভেড়ামারা থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.