কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটি খাদে ছিটকে পড়ে। এতে অন্তত ২৫ বাসযাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে খোকসার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিমসহ আমরা খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছি। তবে পানির মধ্যে বাসটি এখনও পড়ে আছে। সেটি উদ্ধারের কাজ চলছে।
ওসি মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ নিহত হননি। আহতরা বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.