অনলাইন ডেস্ক :
আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সাড়ে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলা শহরের ৮৭৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হতো। এরপর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শুধুমাত্র এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়। আট বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনে এমসিকিউ (বহুনির্বাচনি) ভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল ১০০ নম্বরের এবং সময় ছিল ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর প্রদান করা হয়, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হয়নি। মেধাতালিকা তৈরিতে এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসির জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসির জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
আসন সংখ্যা ও কলেজের তথ্য
ইউজিসির তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে, যার মধ্যে ২৬৪টি সরকারি ও ৬১৭টি বেসরকারি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি। ডিগ্রি (পাস) কোর্সের জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি কোটা নির্ধারিত রয়েছে— যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী ও পোষ্য কোটাসহ মোট ৮টি আসন সংরক্ষিত থাকে।
সার্বিক বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, আজকের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.