বিনোদন ডেস্ক : অক্টোবর কিংবদন্তি ব্যান্ড তারকা-সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার মাস হওয়ায় রকস্টার জেমস এবার নিজের জন্মোৎসব পালন থেকে বিরত থাকছেন। কারণ এই মাসেই দীর্ঘদিনের সংগীতযাত্রার সফরসঙ্গী আইয়ুব বাচ্চুর চলে যাওয়া। তাই তার জন্মদিনে নেই কোনো আয়োজন। দিনটি আইয়ুব বাচ্চুকে স্মরণের মধ্য দিয়েই কাটাবেন তিনি।
এ প্রসঙ্গে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ‘জন্মদিনে কোনো ধরনের আয়োজন করছেন না জেমস। আইয়ুব বাচ্চুর স্মরণে দিনটি একা কাটাবেন তিনি। শুধু জন্মদিন বলে কথা না, আইয়ুব বাচ্চুর শোক সত্যিকার অর্থেই জেমস কাটিয়ে উঠতে পারছে না। আর বাচ্চু ভাইয়ের জন্য সবচেয়ে বেশি প্রার্থনা করা হাতেগোনা কয়েকজনের মধ্যে জেমস অন্যতম।
উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা-সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। অন্যদিকে ২ অক্টোবর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রকস্টার জেমসের জন্মদিন।