ডিপি ডেস্ক :
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনার পর একটি পিকআপভ্যান থেকে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (১ জুন) দুপুরে উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডার পার হয়ে পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ির বস্তার নিচে লুকানো ১৪ বস্তা ভারতীয় মদের সন্ধান পান।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোতলগুলো উদ্ধার করে এবং পিকআপটি জব্দ করে। ঘটনার পর সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, উদ্ধার করা মদ ও পিকআপ থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.