ডিপি ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রবিবার (১ জুন) রাত ৮টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকালে মাদবখালী বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে এক বাংলাদেশি নারী নাগরিককে আটক করা হয়েছে।
এ সময়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামি বিহীন ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
জব্দ মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

