ডিপি ডেস্ক :
মেহেরপুরের গাংনী উপজেলায় বাদিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে হুমকি দেওয়া চিরকুটসহ একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০২ জুন) সকাল ৮টার দিকে ফেলে যাওয়া চিরকুট ও বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
ভুক্তভোগী আব্দুর রশিদ উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মাদরাসা পাড়ার মৃত নয়ন মন্ডলের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মাদরাসা পাড়ার আব্দুর রশিদের বাড়ির সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু ও সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট পড়েছিল। এ সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের বামন্দী ক্যাম্পের ইনচার্জ এসআই মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেন। তবে কে বা কারা এসব করেছে, তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছে।
ওই ঘটনায় আব্দুর রশিদ ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.