ডিপি ডেস্ক :
তুচ্ছ ঘটনায় যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শিহাব হোসেন (২১) নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে বড় ভাই সুমন পলাতক রয়েছেন।
তিন ভাইয়ের মধ্যে নিহত শিহাব মেজো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বড় ভাইয়ের বাইসাইকেল নিয়ে পাশের এক বাড়িতে দাওয়াত খেতে যান শিহাব। বিকেলে ফিরে এলে বাইসাইকেল নেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে শিহাবের পিঠে আঘাত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল আবেদীন বলেন, নিহত শিহাবের পিঠের বামদিকে ছুরিকাঘাতের গভীর চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিহাব হত্যায় অভিযুক্ত বড় ভাই সুমন পলাতক রয়েছে।
তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.