ডিপি ডেস্ক :
রংপুরে ঘুরতে আসা এক ইরানি দম্পতিকে আটক করে ব্যাপক মারধর এবং মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাই করে নেয় একটি চক্র।
গতকাল সোমবার (২ জুন) দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর গ্রাম থেকে দুই ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) কে উদ্ধার করে সেনাবাহিনী।
এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম (৩৫), মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম(৪২) ও মেরাজুল ইসলাম(৩৮)।
উদ্ধার হওয়া ওই দুই ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়া গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় দিয়ে তারাগঞ্জের কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর নামে একটি গ্রামে ঢুকে পরেন।
এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘরি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
সেনাবাহিনী এই ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে। এরপর সেনাবাহিনীর টহল দল ঐ এলাকা সার্স করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ও পাসপোর্ট উদ্ধ্বার করে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়ি বহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানী নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদেরকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়।
রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সন্ত্রাসী ও দুষ্কর্ম্মে যারা লিপ্ত এবং বিভিন্ন অপকর্ম করে যারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এ ধরনের অরজকতা সৃষ্টিকারীদেরকে সেনাবাহিনী বিন্দু মাত্র ছাড় দিবে না এবং যেকোন মুল্যে তা দমন করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.