ডিপি ডেস্ক :
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ সুমি খাতুন (২৫) নামে এক নারী গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ জুন) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার রাত ৮টার দিকে গ্রেফতার সুমির নিজ বাড়ির বসত ঘরের ভেতর থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতার সুমি রাজবাড়ী শহরের ভাবানীপুরের লালমিয়া সড়কের মীর আব্দুর রাজ্জাকের মেয়ে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, ডিবির একটি টিম জেলা শহরের ভবানীপুর লালমিয়া সড়কের সুমি খাতুনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সুমির বসতঘরের ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুইটি তাজা কাতুজসহ সুমি খাতুনকে গ্রেফতার করা হয়।
এসময় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেফতারসহ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.