
অনলাইন ডেস্ক :
ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’।
সোমবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪) অনুযায়ী ২০২৫ সালের ২ জুন থেকে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-কে শর্তসাপেক্ষে পিএসপি লাইসেন্স দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি ২০২১ সালের ১৬ নভেম্বর প্রথমবারের মতো পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করে।
তবে নানামুখী জটিলতায় লাইসেন্স পেতে দীর্ঘ সময় লেগে যায়।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৎকালীন সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল।
২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছে আবেদন পাঠানো হলেও তা অনুমোদিত হয়নি। পরে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের পর গভর্নরের পদে পরিবর্তন আসে।
নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। তার নেতৃত্বেই সমাধানের আবেদনটি এগিয়ে নেওয়া হয় এবং ২৯ সেপ্টেম্বর এনওসি দেওয়া হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পিএসপি লাইসেন্স পেল।
‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-এর পরিচালনা পর্ষদে রয়েছেন ৯ জন সদস্য।
তাদের সবাই গ্রামীণ টেলিকমের মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.