রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী থেকে গুলিস্তানগামী বিআরটিসির ঈদ স্পেশাল এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এই বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যাবে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এই সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
উদ্বোধন উপলক্ষে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিআরটিসিকে ঢেলে সাজানো হচ্ছে। এটি এখন লাভজনক প্রতিষ্ঠান। আরও নতুন বাস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।”
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। আলোচনা সভায় স্থানীয় শ্রমিক প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি জানায়, প্রতিদিন সকাল সাড়ে ৬টায় রাজবাড়ীর নতুন বাজার থেকে এসি বাসটি ঢাকা গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ঢাকা থেকে সন্ধ্যায় বাসটি পুনরায় রাজবাড়ীতে ফিরে আসবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.