বেনাপোল প্রতিনিধি :
যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং চামড়া পাচার প্রতিরোধে কঠোর অবস্থান রয়েছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা, সীমান্তে চলাচলের নিয়ন্ত্রণ সম্পর্কে শুক্রবার সকালে বেনাপোল বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজিবি সীমান্তে জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার পাশাপাশি অবাধ চলাচল প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ঈদ মৌসুমে ভারতে চামড়া পাচার প্রতিরোধে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া ভারত থেকে যাতে অবৈধভাবে পুশ ইন না ঘটতে পারে সেজন্য সতর্ক অবস্থা রাখা হয়েছে।
তিনি উপস্থিত বিজিবি সদস্যদের উদ্দেশ্যে হুঁশিয়ারি করে বলেন, যশোর বিজিবি আওতাধীন সীমান্ত এলাকা পেরিয়ে কোন চামড়া যাতে ভারতে পাচার না হতে পারবে সে ব্যাপারে সীমান্তে জিরো টলারেন্স বজায় অব্যাহত থাকবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.