Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মোটরসাইকেল ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ডিপি ডেস্ক :

 

মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুরে টেকেরহাট-শাখারপাড় আঞ্চলিক সড়কে জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন একই ইউনিয়নের উমারখালী গ্রামের মামুন মোল্লার ছেলে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে নিজ বাড়ি উমারখালী গ্রামের দিকে যাচ্ছিলেন শাওন। পথিমধ্যে শংকরদী গ্রামের শংকরদী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি ছিটকে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই শাওন মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আহত নারীসহ অন্যদের উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু বিস্তারিত পাইনি।

Exit mobile version