Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক ০৫(টি) প্রতিষ্ঠানকে ৪০,০০০/= টাকা জরিমানা আরোপ ও আদায়

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রায়টা স্টেশন এলাকায় অপরিস্কার পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি এবং মূল্য তালিকা না থাকার কারনে রবিন এন্ড ছামি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এবং ৪৩ ধারায় (১০,০০০ +১০,০০০)=২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুচিয়ামোড়া বাজার, বাহাদুরপুরে মূল্য তালিকা না থাকার জন্য নিঝুম চাউলের আড়তকে ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- জরিমানা আরোপ এবং মূল্য তালিকা না থাকার জন্য ৩৮ ধারায় মা মিষ্টান্ন ভান্ডারকে ৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

গোলাপনগর বাজারে মূল্য তালিকা না থাকার জন্য বিশ্বাস ট্রেডার্সকে ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয় করায় চাঁদ স্টোরকে ৫১ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আজকের অভিযানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্যানিটারী ইনেসপেক্টর, ক্যাব এর প্রতিনিধি ও পুলিশ প্রশাসন।

Exit mobile version